বাংলায় আরবি এবং ইংরেজি মাসের ক্যালেন্ডার-২০২৬

 সময় মানুষের জীবনের এক অমূল্য সম্পদ। যাকে ধরা বা ছোঁয়া যায় না, কিন্তু জীবনের প্রয়োজনেই তাকে গণনা করতে হয়। কালের বিবর্তনের ধারাবাহিকতায় আজ আমরা পেয়েছি সময় গণনার এক উন্নত মাধ্যম। যা আমাদের সকলের কাছেই ক্যালেন্ডার বা বর্ষপঞ্জিকা নামে পরিচিত। এই বর্ষপঞ্জিকা আবার দুই প্রকার-

ইমেজ

 একটি হচ্ছে সৌর বর্ষের হিসাব অনুযায়ী "সৌরপঞ্জিকা", আর আরেকটি হচ্ছে চন্দ্র বর্ষের হিসাব অনুযায়ী "চন্দ্রপঞ্জিকা"। আমাদের মুসলমানদের জীবনে "চন্দ্রপঞ্জিকা" বা আরবি মাসের ক্যালেন্ডার অতপ্রতভাবে জড়িত। কেননা এই আরবি ক্যালেন্ডার অনুযায়ীই আমাদের ধর্মীয় সকল কার্যক্রম এবং আচার-অনুষ্ঠান সম্পাদিত হয়ে থাকে। চলুন দেখে নেই, বাংলায় আরবি এবং ইংরেজি মাসের ক্যালেন্ডার ২০২৬-

আরবি ১২ মাসের নাম কি কি

 আমাদের দৈনন্দিন জীবনের নানাবিধ প্রয়োজনের তাগিদে সময়কে গণনা করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম অবলম্বন করে থাকি। আর এই সময়কে গণনা করার জন্য আমরা সাধারণত সৌর বর্ষের হিসাব অনুযায়ী যে ক্যালেন্ডার বা সৌর পঞ্জিকা তৈরি হয়ে থাকে অর্থাৎ ইংরেজি মাসের ক্যালেন্ডার অনুসরণ করে থাকি। তবে আমাদের ইসলাম ধর্মের সকল কার্যক্রম এবং আচার অনুষ্ঠান এমনকি ধর্মীয় সকল উৎসব পালিত হয় চন্দ্র বর্ষের হিসাব অনুযায়ী যে ক্যালেন্ডার, অর্থাৎ চন্দ্র পঞ্জিকা বা আরবি মাসের ক্যালেন্ডার অনুযায়ী।

 কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আল্লাহর রহমতে আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলেও, আমাদের অধিকাংশ মানুষই আমরা বাংলা এবং ইংরেজি মাসের নাম সঠিকভাবে জানি। কিন্তু আরবি মাসের নাম আমরা অধিকাংশ মানুষই জানিনা। তবে আমাদের ধর্মের সকল কার্যক্রম সঠিকভাবে পালন করতে এমনকি আমাদের ইবাদত বন্দেগি কখন কিভাবে করতে হবে, কোন মাসে কোন রোজা রাখতে হবে, কোন দিনে কোন নামাজ পড়তে হবে, এমনকি আরো অন্যান্য সকল বিষয়ের জন্যই, আরবি মাসের নাম জানা তথা আরবি মাসের হিসাব জানা অতীব জরুরী। আসুন জেনে নেই, আরবি ১২ মাসের নাম এবং বাংলায় আরবি এবং ইংরেজি মাসের ক্যালেন্ডার-২০২৬ অনুযায়ী সকল মাসের হিসেব-

জমাদিউস সানি
রজব
শাবান
রমজান
শাওয়াল
জিলক্বদ
জিলহজ্ব

হিজরী মাস

  1. মহরম
  2. সফর
  3. রবিউল আউয়াল
  4. রবিউস সানি
  5. জমাদিউল আউয়াল
  6. জমাদিউস সানি
  7. রজব
  8. শাবান
  9. রমজান
  10. শাওয়াল
  11. জিলক্বদ
  12. জিলহজ্ব

জানুয়ারি মাসের, বাংলায় আরবি এবং ইংরেজি ক্যালেন্ডার ২০২৬

 ইংরেজি নতুন বছর ২০২৬ এর হিসেব অনুযায়ী আরবীতে সাল হচ্ছে ১৪৪৭ হিজরী। এই "হিজরী" শব্দটি মূলত একটি আরবি শব্দ যা কিনা উৎপত্তি হয়েছে "হিজড়া" শব্দ থেকে। আর"হিজরা" শব্দটির অর্থ হচ্ছে হিজরত। শত্রু আর অত্যাচারী জালিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমাদের প্রাণ প্রিয় নবী প্রাণের প্রিয় রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিইস সালাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। উনার এই যাত্রাকেই বলা হয় হিজরত। আর এই হিজরত থেকেই মূলত "হিজড়া" অর্থাৎ "হিজরী" শব্দটির উদ্ভব। আর উনার এই যাত্রার সময় কালকেই কেন্দ্র করেই আমাদের মুসলিম সমাজে তৈরি হয় সময় গণনার এক নতুন মাধ্যম।

 আর এই মাধ্যমেরই ধারাবাহিকতায় আজ আমরা পেয়েছি সৌর বর্ষের হিসাব তথা "সৌরপঞ্জিকা"। যেই সৌর পঞ্জিকার হিসেব অনুযায়ী আমরা আমাদের দিনের সকল বিধি বিধানগুলো পালন করে থাকি। ২০২৬ সালের জানুয়ারি মাসের ২০ তারিখ রোজ মঙ্গলবার হচ্ছে ১৪৪৭ হিজরী সনের আরবী রজব মাসের ১ তারিখ। ২০২৬ সালে যখন জানুয়ারি মাস তখন সেই মাসে হবে আরবিতে "রজব-শাবান" মাস। আসুন দেখে নেই বিস্তারিত-

১২-জমাদিউস সানি
১৩
১৪
১৫
সোমবার ১৬
১৭
১৮
১৯
২০
১০ ২১
১১ ২২
১২ সোমবার ২৩
১৩ ২৪
১৪ ২৫
১৫ ২৬
১৬ ২৭
১৭ ২৮
১৮ ২৯
১৯ ৩০
২০ মঙ্গলবার ১-রজব
২১
২২
২৩
২৪
২৫
২৬
২৭
২৮
২৯ ১০
৩০ ১১
৩১ ১২

বাংলায় আরবি-ইংরেজি ক্যালেন্ডার ২০২৬ সালের-ফেব্রুয়ারি মাস
 ফেব্রুয়ারি হচ্ছে ইংরেজি বছরের দ্বিতীয় মাস। ২০২৬ সালে যখন ইংরেজি ফেব্রুয়ারি মাস চলবে তখন আরবিতে চলবে শাবান-রমজান মাস। আমাদের ইসলাম ধর্মের রীতি অনুযায়ী আরবি ১২ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। যে মাসকে আল্লাহ তায়ালা তিন ভাগে বিভক্ত করে আমাদের জন্য মহিমান্বিত করে পাঠিয়েছেন। যার প্রথম ১০ দিন হচ্ছে রহমতের দিন, দ্বিতীয় ১০ দিন হচ্ছে বরকতের দিন এবং সর্বশেষ তৃতীয় ১০ দিন হচ্ছে মাগফিরাত তথা নাজাতের দিন। এই রমজান মাস আমাদের প্রতিটি মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস।
 
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের সম্ভাব্য ১৯ তারিখে  রোজ বৃহস্পতিবার শুরু হবে এই সর্বশ্রেষ্ঠ এবং মহিমান্বিত রমজান মাস। অর্থাৎ ফেব্রুয়ারির ১৯ তারিখেই রমজান মাসের প্রথম রোজা শুরু হবে। যে রমজান মাস আমাদের মাঝে ইংরেজি মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত থাকবে। আর আমাদের মুসলমানদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আগমনের মধ্য দিয়েই এই মহিমান্বিত রমজান মাসের পরিসমাপ্তি ঘটবে। আসুন দেখে নেই, বাংলায় আরবি-ইংরেজি ক্যালেন্ডার ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস-

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনুভবের কথার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url