আমাদের সম্পর্কে
"অনুভবের কথা" সম্পর্কে জানুন
"অনুভবের কথা" একটি তথ্যভিত্তিক ব্লগার ওয়েবসাইট। যেখানে অনলাইন ইনকাম,
লাইফ স্টাইল, তথ্য-প্রযুক্তি ও চিকিৎসা সেবা সংক্রান্ত বিষয়, সহজ এবং
বাস্তবভিত্তিকভাবে উপস্থাপন করা হয়।
"অনুভবের কথার" প্রতিষ্ঠাতা
"অনুভবের কথা" মূলত একটি একক মালিকানাধীন ওয়েবসাইট। যার প্রতিষ্ঠাতা এবং এডমিন "ছাবিকুন্নাহার নিয়ন"। যার ব্যক্তিগত পরিচয় দেবার মতো সেরকম বিশেষ কোন গুণাবলী বা যোগ্যতা আসলে নেই। তবুও জীবন চলার পথে যেহেতুপ্রতিটি মানুষের কিছু না কিছু পরিচয় তৈরি হয়ে যায়। তাই একজন সাধারন মানুষ হিসেবে ওনার অতি সাধারণ কিছু পরিচয় চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক-
"অনুভবের কথার" প্রতিষ্ঠাতা এবং এডমিনের শিক্ষাগত যোগ্যতা বলতে, তিনি সফলতার সাথে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে সোশ্যাল সায়েন্সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। এবং বর্তমানে তিনি রাজশাহী ইউনিভার্সিটির " ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সে" পোস্ট গ্রাজুয়েশন কোর্স অর্থাৎ মাস্টার অব পাবলিক হেল্থ (MPH) এ অধ্যায়নরত আছেন। এছাড়া তিনি মেডিকেল সেক্টরে ডিপ্লোমা (D.M.F) কমপ্লিট করেছেন, আল্ট্রাসনোগ্রাম (USG) বিষয়ে পড়াশোনা এবং ডিজিটাল মার্কেটিং (D.M) বিষয়ে বিশেষ কোর্স করেছেন। বর্তমানে তিনি চিকিৎসা পেশার সাথে সংযুক্ত আছেন এবং ফ্রিল্যান্সিং জগতে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন।
"অনুভবের কথার" প্রতিষ্ঠাতা এবং এডমিন একটা সময় খুবই ক্ষুদ্র পরিসরে একজন চাকুরীজীবী ছিলেন। কিন্তু বর্তমানে তিনি একজন ছাত্রী এবং স্বপ্ন পিয়াসী উদ্যোক্তা। যার চিন্তা-চেতনায় কেবলমাত্র হালাল পন্থায় সততা এবং পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন সফল এবং স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার অনন্ত স্বপ্ন। যিনি কিনা বাস্তবতার নিষ্ঠুর আঘাতে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হতে হতে অন্যের বোঝা না হয়ে থেকে, চিরকাল নিজের বোঝা নিজেই বয়ে বেড়ানোর সাধ্যটুকু অর্জন করে, একান্ত নিজের, আপন জনের, পরিবার এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান।
অনুভবের কথার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url